মো. জোনাব আলী. ঢাকা :
রাজধানীতে আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ্ চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যিনি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক। স্বাগত ভাষণ দেন কবি আবদুল হাই শিকদার, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর আলোকপাত করেন।
তারা বলেন, ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থটি নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান তুলে ধরবে। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শেষে বইটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।