January 11, 2026, 8:48 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সাকিব আল হাসানের জন্মদিন শুভেচ্ছা বিতর্ক ও ভবিষ্যত পরিকল্পনা: নিজের অবস্থান স্পষ্ট করলেন দেশের সেরা অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের প্রথম শিরোপা জেতানো বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান সম্প্রতি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পেশাগত নানা দিক নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক সত্ত্বেও নিজের স্টাইল ও নীতিতে অনড় থেকে খেলছি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো পোস্টটি নিয়েও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে সাকিব বলেন, “মানুষের মতামত থাকতে পারে, আমি যাদের কাছের মানুষ তাদের ভাবনাকেই গুরুত্ব দিই। আমি আমার কাজ ও নীতিতে অটল।”

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় নিরপেক্ষ থাকার জন্য সাকিব নানা সমালোচনার মুখোমুখি হন। কেউ তাকে ভীতু হিসেবে চিহ্নিত করেন, আবার কেউ আখ্যা দেন ‘জনগণের শত্রু’। এমনকি কানাডায় খেলার সময় কিছু দর্শক তার বিরুদ্ধে গালিগালাজও করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ প্রসঙ্গে সাকিব বলেন, “আমার মনে হয় ওই সময়ে কিছু ঘটনা আমার বিরুদ্ধে হয়ে গিয়েছে। হয়তো দেশের মানুষ আমার কাছ থেকে ভিন্ন কিছু আশা করছিল, যা আমি করতে পারিনি। দেশের এত দূরে থাকার কারণে দেশের পরিস্থিতি পুরোপুরি জানাই সম্ভব ছিল না।”

তিনি আরও বলেন, “ওই সময় তাদের বিরোধিতা বুঝতে পারি, তাদের রাগের সম্মান করি, তবে আমার অনুশোচনা নেই। মনে হয় মানুষ আস্তে আস্তে আমার অবস্থান বুঝতে শুরু করেছে।”

সাকিব স্পষ্ট করেছেন যে তিনি এখনও কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। “যদি সুযোগ পাই, আমি অবশ্যই আবার বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই। আমার বিদায় যেন ঢাকার মাঠে, আমার ভক্তদের সামনে হয়,” যোগ করেন এই অলরাউন্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *