বিনোদন ডেস্ক :
অভিনেত্রী সাবিলা নূর নতুন এক পদক্ষেপ নিয়েছেন। প্রথমবার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেকের পর ‘রাক্ষস’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন উঠলেও, অবশেষে তিনি সেটি থেকে নিজেকে সরিয়ে নিলেন।
এর পরিবর্তে সাবিলা নূর অভিনয় করবেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়, যেখানে তার সঙ্গে থাকছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। জানা গেছে, ‘রাক্ষস’ এবং ‘বনলতা এক্সপ্রেস’— দুই সিনেমার শুটিং একই সময়ে শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
সাবিলা নূর জানিয়েছেন, “তানিম ভাইয়ের সঙ্গে অনেক আগেই ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরে ‘রাক্ষস’ নিয়েও কথা হলো, কিন্তু শুটিংয়ের সময়সূচি এক হওয়ায় একটি ছবি ছেড়ে দিতে হলো। দুই পরিচালকই আমাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন এবং সহযোগিতাও জানিয়েছেন। তবে আমি মনে করি, একই সময়ে দুই সিনেমায় কাজ করলে ঠিকমতো মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তাই ‘বনলতা এক্সপ্রেস’-এ মনোযোগ দিতে চাই।”
অন্যদিকে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক জানিয়েছেন, তারা নতুন নায়িকা খুঁজছেন। ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে এবং শুটিং শুরু হওয়ার আগেই চূড়ান্ত নায়িকার নাম ঘোষণা করা হবে। সাবিলা নূরের এই সিদ্ধান্তের মাধ্যমে দর্শকরা তার পরবর্তী কাজের অপেক্ষায় রয়েছেন, যেখানে তাকে বড় একটি সিনেমায় আরো বেশি সময় দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।