নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে সরকার। বুধবার (২২ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই সনদ সম্পর্কে তারা (সরকার) আমাদেরকে সনদে সই করার আহ্বান জানিয়েছে।” যমুনায় এনসিপি প্রতিনিধি দলের বৈঠক বিকাল সোয়া ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় এনসিপির প্রতিনিধি দল। এ দলে আরও ছিলেন: দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল এনসিপির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
পূর্বে বিএনপির বৈঠক: নিরপেক্ষতা দাবি এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে।
বিএনপির পক্ষ থেকে:
সরকারকে নির্বাচনের আগে নিরপেক্ষ তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকারে যদি দলীয় পরিচয়ের কেউ থাকেন, তাদের অপসারণের দাবি তোলা হয়
রাজনৈতিক সংলাপ ও জুলাই সনদের প্রেক্ষাপট :
সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অব্যাহত রয়েছে। এতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, গ্রহণযোগ্যতা এবং নির্বাচনি পরিবেশ তৈরির রূপরেখা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।