নিজস্ব প্রতিবেদক :
মা ইলিশ রক্ষায় বাংলাদেশের আরোপিত নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা দেশের নদী ও সাগর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে—এ অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন,
“বাংলাদেশে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও সেই সুযোগে ভারতীয় জেলেরা আমাদের জলসীমা থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়। এ বিষয়ে আমরা রাষ্ট্র হিসেবে প্রতিবাদ জানাচ্ছি। পশুখাদ্যের দাম ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ :পশুখাদ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বড় কোম্পানিগুলোর কিছুটা ‘নিয়ন্ত্রণহীন অবস্থান’ এ অবস্থার জন্য দায়ী। দাম না কমলে ডিম ও মাংসের মূল্যও নিয়ন্ত্রণে আসবে না বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “খামারিরা ন্যায্য দাম পাচ্ছেন না। নীতিনির্ধারণী পর্যায়ে বসে আমরা সিদ্ধান্ত নিতে চাই কিভাবে পশুখাদ্যের দাম কমানো যায় এবং তা নিরাপদ রাখা যায়।”
দুই দিনব্যাপী গবেষণা কর্মশালা শুরু :
উপদেষ্টা ফরিদা আখতার এদিন ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান চলমান গবেষণা কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। অতিথিরা বলেন, প্রাণিসম্পদের উৎপাদন ও সমস্যাগুলো চিহ্নিত করতে এই ধরনের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবন্ধ উপস্থাপনা ও গবেষণা কার্যক্রম :
দুই দিনব্যাপী এ কর্মশালায় মোট ৩০টি গবেষণা প্রবন্ধ ও ৬১টি পোস্টার উপস্থাপন করা হচ্ছে।
প্রথম দিনে ৩টি সেশনে উপস্থাপন করা হয়:
অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং অ্যান্ড জেনেটিকস (৬টি প্রবন্ধ)
অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ডিজিজ অ্যান্ড হেলথ (৬টি প্রবন্ধ)
এনভায়রনমেন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট (৫টি প্রবন্ধ)
দ্বিতীয় দিন থাকবে আরও ৩টি সেশন:
বায়োটেকনোলজি অ্যান্ড ডেইরি রিসার্চ (৬টি প্রবন্ধ)
নিউট্রিশন, ফিডস অ্যান্ড ফিডিং ম্যানেজমেন্ট (৫টি প্রবন্ধ)
সোশিও-ইকোনোমিকস অ্যান্ড ফার্মিং সিস্টেম রিসার্চ (৫টি প্রবন্ধ)
উপস্থিত ছিলেন যারা
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খামারি, উদ্যোক্তা ও গবেষকগণ
সমাপ্তি অনুষ্ঠান আগামীকাল :
আগামী ২৩ অক্টোবর বিশেষজ্ঞদের সুপারিশ পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হবে।