October 27, 2025, 12:43 pm
Headline :
শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু

“টিভি নষ্ট ভেবেছিলাম, পরে বুঝলাম পিচটাই আসলেই কালো!”: আকিল হোসেইন

ক্রীড়া প্রতিবেদক :

মিরপুরের কালো পিচ নিয়ে চলছে বিস্তর আলোচনা। অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট পুরো সিরিজেরই কেন্দ্রবিন্দুতে। এমনকি ম্যাচ চলাকালীন স্ক্রিনে কালো পিচ দেখে বিভ্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। প্রথম ম্যাচে স্কোয়াডে না থাকা এই বোলার বলেন, “ম্যাচের শুরুটা দেখিনি। হঠাৎ টিভি চালিয়ে দেখি স্ক্রিনটা একদম কালো! ভাবলাম টিভিই বুঝি নষ্ট। পরে বুঝলাম, না, পিচটাই এমন।”
দ্বিতীয় ম্যাচে নায়ক আকিল :
প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করেছেন আকিল। স্পিন-বান্ধব উইকেট পুরোপুরি কাজে লাগিয়ে সুপার ওভারে দলকে জিতিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তিনি আরও বলেন, “প্রথম ম্যাচে না থাকায় কোনো হতাশা ছিল না। কে খেলবে, কে খেলবে না—এসব সিদ্ধান্ত নির্বাচকদের। আমি কেবল খেলাটা উপভোগ করি, যতটা সম্ভব ভালো খেলার চেষ্টা করি।”
স্পিনে ৫০ ওভার—বিশ্বরেকর্ড!
মিরপুরের উইকেট নিয়ে মজার এক মন্তব্য করেন আকিল হোসেইন। বললেন, “আজ তো একটা রেকর্ডই হয়ে গেল—৫০ ওভারই স্পিনে! আপনি দেখেছেন কখনো এমন? ম্যাচটা ছিল দারুণ, রোমাঞ্চকরও। তবে উইকেট নিয়ে বেশি কিছু বলব না।”
পিচ নিয়ে প্রশ্ন, উত্তরে রসিকতা :
ক্রিকেট বিশ্লেষকেরা মিরপুরের এই স্পিন-প্রাধান্যকে স্বাভাবিক মনে করছেন না। তবে আকিলের মতে, উইকেট যেমনই হোক, সেখানেই নিজেদের মানিয়ে নিতে হয়। আর যদি উইকেট এমন হয়, যেখানে একটানা ৫০ ওভারে স্পিনই চলে, তাহলে সেটিও একধরনের ইতিহাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page