January 11, 2026, 8:47 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

“টিভি নষ্ট ভেবেছিলাম, পরে বুঝলাম পিচটাই আসলেই কালো!”: আকিল হোসেইন

ক্রীড়া প্রতিবেদক :

মিরপুরের কালো পিচ নিয়ে চলছে বিস্তর আলোচনা। অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট পুরো সিরিজেরই কেন্দ্রবিন্দুতে। এমনকি ম্যাচ চলাকালীন স্ক্রিনে কালো পিচ দেখে বিভ্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। প্রথম ম্যাচে স্কোয়াডে না থাকা এই বোলার বলেন, “ম্যাচের শুরুটা দেখিনি। হঠাৎ টিভি চালিয়ে দেখি স্ক্রিনটা একদম কালো! ভাবলাম টিভিই বুঝি নষ্ট। পরে বুঝলাম, না, পিচটাই এমন।”
দ্বিতীয় ম্যাচে নায়ক আকিল :
প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করেছেন আকিল। স্পিন-বান্ধব উইকেট পুরোপুরি কাজে লাগিয়ে সুপার ওভারে দলকে জিতিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তিনি আরও বলেন, “প্রথম ম্যাচে না থাকায় কোনো হতাশা ছিল না। কে খেলবে, কে খেলবে না—এসব সিদ্ধান্ত নির্বাচকদের। আমি কেবল খেলাটা উপভোগ করি, যতটা সম্ভব ভালো খেলার চেষ্টা করি।”
স্পিনে ৫০ ওভার—বিশ্বরেকর্ড!
মিরপুরের উইকেট নিয়ে মজার এক মন্তব্য করেন আকিল হোসেইন। বললেন, “আজ তো একটা রেকর্ডই হয়ে গেল—৫০ ওভারই স্পিনে! আপনি দেখেছেন কখনো এমন? ম্যাচটা ছিল দারুণ, রোমাঞ্চকরও। তবে উইকেট নিয়ে বেশি কিছু বলব না।”
পিচ নিয়ে প্রশ্ন, উত্তরে রসিকতা :
ক্রিকেট বিশ্লেষকেরা মিরপুরের এই স্পিন-প্রাধান্যকে স্বাভাবিক মনে করছেন না। তবে আকিলের মতে, উইকেট যেমনই হোক, সেখানেই নিজেদের মানিয়ে নিতে হয়। আর যদি উইকেট এমন হয়, যেখানে একটানা ৫০ ওভারে স্পিনই চলে, তাহলে সেটিও একধরনের ইতিহাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *