ক্রীড়া প্রতিবেদক :
মিরপুরের স্পিন সহায়ক উইকেটে স্বাগতিক বাংলাদেশ দলকেই যেন বিপাকে ফেলল নিজেদের তৈরি করা ফাঁদ। ব্যাট হাতে ধুঁকতে থাকা বাংলাদেশকে চেপে ধরতে আজ স্পিনেই ভরসা রাখে ওয়েস্ট ইন্ডিজ—আর সেখানেই নায়ক হয়ে ওঠেন এক অচেনা মুখ, পার্টটাইমার আলিক এথানেজ। আশ্চর্যের ব্যাপার হলো, ওয়ানডে ক্রিকেটে যাঁর বোলিং ক্যারিয়ার প্রায় নামমাত্র, সেই এথানেজই আজ গড়ে ফেলেছেন এক নজিরবিহীন রেকর্ড। এর আগে মাত্র দুই ইনিংসে ৪ ওভার বোলিং করেছিলেন এই ডানহাতি অফস্পিনার। অথচ আজই তিনি করলেন নিজের প্রথম ১০ ওভারের পূর্ণ স্পেল। আর এই স্পেলেই নাম লেখালেন ইতিহাসে।
বোলিং ফিগার: ১০-৩-১৪-২
দুটি উইকেট, সঙ্গে মাত্র ১৪ রান! এতটাই কিপটে বোলিংয়ের দৃষ্টান্ত বাংলাদেশে আগে কেউ দেখাতে পারেননি। এর আগে এই কীর্তি ছিল পাকিস্তানের মোহাম্মদ হাফিজের দখলে, যিনি ২০১১ সালে ১০ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ১৪ বছর পর সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন এথানেজ।
স্পিন কৌশলে চমক
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ শুরু থেকেই স্পিন আক্রমণে আস্থা রাখেন। দলের একমাত্র মূল পেসার জেডেন সিলসকে ব্যবহারই করেননি তিনি। এমনকি মূল স্পিনারদের পাশপাশি বল তুলে দেন আংশিক বোলার এথানেজের হাতে—আর সেই সিদ্ধান্তই হয়ে যায় ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।
তবুও বাংলাদেশ তুলল বড় রান
এথানেজের অসাধারণ বোলিংয়েও ওয়েস্ট ইন্ডিজ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বাংলাদেশকে। প্রথম ওয়ানডের চেয়ে উন্নতি ঘটিয়ে আজ ২১৩ রান তুলেছে স্বাগতিকরা, যা ম্যাচে লড়াই করার মতোই একটি সংগ্রহ।