স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে অগ্রগতি পাওয়ায় আন্দোলন স্থগিত করেছেন শিক্ষকরা। ঘোষণা এসেছে আগামীকাল (বুধবার) থেকে তাঁরা শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন। জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিবৃতিতে বলেন: “আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি।”
তিনি জানান, গত ৮ দিন ধরে শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। তাই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবারেও স্কুল খোলা থাকবে। “যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব।”
বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, মিলবে দুই ধাপে ঢাকা:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাদের মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুই ধাপে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, প্রথম ধাপে: চলতি বছরের নভেম্বর ১ থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে। এই হার অনুযায়ী ন্যূনতম ২,০০০ টাকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে: ২০২৬ সালের জুলাই থেকে বাকি ৭.৫ শতাংশ দেওয়া হবে, ফলে মোট বাড়িভাড়া ১৫ শতাংশে পৌঁছাবে। এই ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্তও সংযুক্ত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ‘যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, তাঁর প্রয়োজন নেই’ : শিক্ষকদের আন্দোলন চলাকালে দেলাওয়ার হোসাইন আজিজী সরকারের কিছু আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন: “যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, সেই উপদেষ্টার দরকার নেই।”