নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। পরে এটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী অবস্থায় যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, এ লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (২২ অক্টোবর) বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হতে পারে, আর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
সপ্তাহের শেষদিকে, শুক্রবার (২৪ অক্টোবর) সারাদেশে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। সেদিন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ঘনীভূত হলে সেটি মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়িয়ে বৃষ্টি বাড়াতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে।