নিজস্ব প্রতিবেদক :
পাসপোর্ট নবায়ন বা প্রাপ্তিতে প্রবাসীদের ওপর আর্থিক চাপ কিছুটা কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা অনেক সময় বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হন। তাদের জন্য পাসপোর্ট ফি কমানোসহ নানা সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।” তবে বিমানভাড়া কমানো নিয়ে এখনো সুস্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি। তাঁর ভাষায়, “বিমানভাড়া মূলত প্রতিযোগিতার ওপর নির্ভরশীল। তবে যদি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভাড়া কমায়, তাহলে অন্য এয়ারলাইনসগুলোর ওপরও চাপ তৈরি হবে ভাড়া কমানোর।”
এ সময় তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় নতুন অগ্রগতি আনতে শিগগিরই ই-গেট খুলে দেওয়া হবে। এতে যাত্রীরা পাসপোর্ট স্ক্যান করেই দ্রুত প্রবেশ করতে পারবেন। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এমন উদ্যোগগুলো ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।