October 27, 2025, 5:22 pm
Headline :

হযরত শাহজালাল বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি: ইএবি

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ফলে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য জানান।

তিনি বলেন, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এই ঘটনার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক দুর্বলতা ফুটে উঠেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে মোহাম্মদ হাতেম আরও বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিমার আওতার বাইরে থাকা পণ্যের জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি জানান, এই আগুনে ৩২টি ওষুধ কোম্পানির ক্ষতি হয়েছে যার পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা, যা ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির প্রায় সাড়ে সাত ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page