নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রোববার (১৯ অক্টোবর) গণশক্তি সভার আয়োজনে ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণস্বাধীনতা আন্দোলনের নেতা মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, “জুলাই সনদ স্বাক্ষর এক ঐতিহাসিক ঘটনা। এটি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের সূচনা করেছে। এখন আমাদের গুণগত নির্বাচন নিশ্চিত করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে অবশ্যই জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এদেশের মানুষ শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছে। এখন সেই সুযোগ এসেছে, যা যথাযথভাবে কাজে লাগাতে হবে। যদিও কিছু সীমাবদ্ধতা আছে, তবুও আমাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।” মান্না রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সব দলকে সচেতন থাকতে হবে, যাতে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দেশের মানুষ গুণগত পরিবর্তনের স্বাদ পায়।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়েত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো: হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলামিস্ট সাদেক রহমান, গণঅধিকার পরিষদের নেতা হাবিবুর রহমান রিজু, বিশিষ্ট লেখক ও গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।