জেডটিভি বাংলা ডেস্ক :
সারা দেশে কয়েক দিনের টানা গরমের পর মিলতে পারে স্বস্তি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান তাপদাহ সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপরই দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার নাম ‘আঁখি’।
সোমবার (২০ অক্টোবর) বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানায়, শক্তিশালী এই বৃষ্টিবলয়টি ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের ওপর প্রভাব ফেলতে পারে। পোস্টে বলা হয়, “আঁখি” একটি সুসংগঠিত বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত ঘটাতে পারে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রা কমবে, বাড়বে বৃষ্টি:
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং তার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে বৃষ্টিবলয়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, “মঙ্গলবার পর্যন্ত দেশের তাপমাত্রা বেশ চড়া থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আগামী শুক্রবার ও শনিবার থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।”
রাজধানীতে ভোগান্তি বাড়লেও স্বস্তির আভাস:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুপুরের পর থেকে অতিরিক্ত গরমের কারণে কাজকর্মে ভাটা পড়ছে। তবে শক্তিশালী বৃষ্টিবলয়ের কারণে সাময়িক স্বস্তির আশা করছেন নাগরিকরা। আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, যেহেতু বৃষ্টির সময়কাল তুলনামূলক দীর্ঘ হতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে সম্ভাব্য জলাবদ্ধতা ও দুর্যোগ মোকাবিলায়।