October 27, 2025, 12:30 pm
Headline :
বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন দীর্ঘ ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশন: পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে

টানা চার হারে চাপে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা–মরার লড়াই আজ

টানা চার হারে চাপে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা–মরার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক,

এক জয়ে দুর্দান্ত সূচনা, এরপর টানা চার হারে তলানিতে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে টিকে থাকতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই জ্যোতি–স্বর্ণাদের।

ভাঙা ছন্দে বাংলাদেশ নারী দল
কলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তারপর থেকেই হারতে থাকে একের পর এক ম্যাচে— নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাঁচ ম্যাচে এক জয় ও চার হারে বাংলাদেশের পয়েন্ট এখন মাত্র ২। সমান পয়েন্ট শ্রীলঙ্কা ও পাকিস্তানেরও, তবে নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশই সবচেয়ে বেশি (–০.৬৭৬)।

বাংলাদেশের হাতে আছে আর দুটি ম্যাচ— শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে, দুটোই ভারতের নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের পক্ষে নয়
দুই দল এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ওয়ানডেতে। বাংলাদেশের হার দুইটিতে, আরেকটি ম্যাচ পরিত্যক্ত। তবে এবারের বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ১ রানে জিতেছিল, যা দলে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে।

স্পিনার ফাহিমা খাতুন বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটাররা ভালো করেছিল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করছি, আগামীকাল (আজ) আরও ভালো কিছু হবে।”

লড়াই করেও হার, আশাবাদ হারায়নি দল
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ হারলেও লড়াই করেছে জমজমাটভাবে। বিশেষ করে স্বর্ণা আক্তারের ব্যাটে এসেছে আশার আলো—মাত্র ৩৪ বলে ফিফটি, বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ২৩২ রান করেও বাজে ফিল্ডিংয়ে হেরে যায় ৩ উইকেটে।

ফাহিমা বলেন, “হারলেও ইতিবাচক দিক ছিল। ব্যাটাররা ভালো করছে, সবাই এখন আত্মবিশ্বাসী। আশা করছি, আজকের ম্যাচে আমরা জিতব।”

দলে ফিরতে পারেন মারুফা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্রামে ছিলেন পেসার মারুফা আক্তার। আজকের ম্যাচে তার ফেরা নিশ্চিত ধরে নিয়েছেন বিশ্লেষকরা। তাঁকে দলে পেলে বাংলাদেশের বোলিং আক্রমণ আরও কার্যকর হবে বলে মত বিশেষজ্ঞদের।

একই দুশ্চিন্তায় শ্রীলঙ্কাও
শ্রীলঙ্কা এখনো টুর্নামেন্টে কোনো ম্যাচে জিততে পারেনি। তাদের একমাত্র ২ পয়েন্ট এসেছে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে। রোববার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ রুমেশ রত্নায়েকে বলেন, “আমরা আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট। বৃষ্টি আমাদের কোনো বাড়তি সুবিধা দেয়নি, তবে মনোবল ভালো আছে।”

সেমিফাইনাল দৌড়ে জটিল সমীকরণ
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গার জন্য লড়ছে ছয় দল। সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশের মতো শ্রীলঙ্কা ও পাকিস্তানও সমীকরণে আছে। তবে বাংলাদেশ যদি আজ হারে— বিদায় প্রায় নিশ্চিত। আর জিতলে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে পারবে।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচ শুধু পয়েন্টের নয়— এটি অস্তিত্বের লড়াই। কলকাতা, চট্টগ্রাম, মুম্বাই— যেখানেই হোক, আজ চোখ থাকবে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page