নিজস্ব প্রতিবেদক,
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণের পর আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে আসতে পারেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থে কাজ করে আসছে। বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি হয়েছে, তা সেই ধারাবাহিকতার অংশ।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা চাইতাম শিক্ষকরা আরও বেশি ভাতা পান। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে যা সম্ভব ছিল, অর্থ মন্ত্রণালয় তা বরাদ্দ করেছে। আশা করি আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করবেন।”
অর্থ মন্ত্রণালয় রোববার এক আদেশে জানায়, বর্তমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নভেম্বর মাস থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে কার্যকর হবে। তবে শিক্ষক সমাজ এখনও এই হারে বাড়িভাড়া ভাতা গ্রহণের বিপরীতে অনশন ও অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।