স্পোর্টস ডেস্ক
নাটকীয় এক জয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে রোনাল্ড আরাউহোর অসাধারণ গোল জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়ে এনে দেয় হান্সি ফ্লিকের দলের গুরুত্বপূর্ণ জয়।
আন্তর্জাতিক বিরতির আগে টানা দুটি হারের পর জয়ের তীব্র প্রয়োজন ছিল কাতালান ক্লাবটির। কিন্তু সেই জয় পেতে অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৩তম মিনিটে দুর্দান্ত পাস বিনিময়ের পর জিরোনার ডিফেন্স ভেদ করে পেদ্রি নিচু শটে বল পাঠান জালে—বার্সা এগিয়ে যায় ১-০ গোলে। তবে ২০তম মিনিটে সমতায় ফেরে জিরোনা। কর্নার থেকে বল ফিরলে অ্যাক্সেল উইটসেল অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে গোল করেন, যা বার্সার গোলরক্ষক সেজনির ধরাছোঁয়ার বাইরে চলে যায়।
এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। জিরোনার ভানাত ও পোর্টু গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন। অন্যদিকে বার্সার মার্কাস র্যাশফোর্ডের ফ্রি-কিক লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধে ফারমিন লোপেজ ও পাউ কুবারসিও সুযোগ পান, তবে গোলের দেখা মেলেনি—একবার তো কুবারসির গোলও বাতিল হয় ফাউলের কারণে।
শেষ মুহূর্তে ম্যাচে রোমাঞ্চ চরমে ওঠে। পেনাল্টি দাবিতে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কোচ হান্সি ফ্লিক লাল কার্ড দেখেন। তবে তাঁর অনুপস্থিতিতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আরাউহো। ইনজুরি সময়ের শেষ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের নিখুঁত পাস থেকে আরাউহো ঠান্ডা মাথায় বল পাঠান জালে—২-১!
এই জয়ের ফলে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
খেলার শুরুতেই দেখা যায় ব্যতিক্রমী এক দৃশ্য—উভয় দল কিক-অফের পর প্রথম ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে। এটি ছিল লা লিগার সিদ্ধান্তে বার্সেলোনার ডিসেম্বরের ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ মিয়ামিতে স্থানান্তরের প্রতিবাদে দুই দলের যৌথ উদ্যোগের প্রতীকী বার্তা।