January 11, 2026, 3:42 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঘরের মাঠের উইকেট নিয়েই এগোতে হবে: আশরাফুল

ঘরের মাঠের উইকেট নিয়েই এগোতে হবে: আশরাফুল

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। স্পিন সহায়ক উইকেটে লড়াইয়ে জয় এসেছে রিশাদ হোসেনের ঘূর্ণিতে, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। তবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, দলের বর্তমান অবস্থায় ঘরের মাঠের সুবিধা নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।

“আমরা যে পরিস্থিতিতে আছি, ঘরের মাঠের সুবিধা নিতেই হবে। র‌্যাঙ্কিংয়ে আমরা ১০ নম্বরে আছি। বিশ্বকাপে যেতে হলে ৯ নম্বরে উঠতে হবে। তাই এই তিনটা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,”—প্রথম ওয়ানডে শেষে বলেন আশরাফুল।

বাংলাদেশ এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে। র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। বর্তমানে টাইগাররা দশে, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিততে পারলে তারা এক ধাপ ওপরে উঠবে।

গতকাল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ২০৭ রান তুলেছিল, পরে রিশাদ হোসেনের ৬ উইকেটের জাদুতে ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৩৩ রানে। ম্যাচ শেষে অনেকেই উইকেট নিয়ে প্রশ্ন তুললেও আশরাফুল বললেন, “এখন নেতিবাচক কথা না বলে বাস্তবতা মেনে নেওয়া উচিত।”

তার ভাষায়, “মিরপুরের কন্ডিশনে আমরা সব সময়ই ফেভারিট। এখন ফ্ল্যাট উইকেটের আশা না করে পরিস্থিতি অনুযায়ী খেলা দরকার। দলের আত্মবিশ্বাস ফিরে পেতে এমন উইকেটই প্রয়োজন ছিল।”

তিনি আরও যোগ করেন, “ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ব্যাটার ভারতে এসে ভালো পারফর্ম করেছে। যদি এখানে ফ্ল্যাট উইকেট দিতেন, ফলাফল অন্যরকম হতো। তাই এখন গুরুত্বপূর্ণ হলো জয় পাওয়া এবং সেই ধারাবাহিকতা বজায় রাখা।”

আশরাফুলের মতে, এখন সবচেয়ে বড় কাজ হলো জয়ের অভ্যাস গড়ে তোলা।
“জয় একটা অভ্যাস। জিততে জিততে যখন বড় টুর্নামেন্টে যাব, তখন ভালো ফল সম্ভব হবে। বিশ্বকাপের আগে উপযুক্ত কন্ডিশনে প্রস্তুতি নিলেই ভালো কিছু আশা করা যায়। এখন কাউকে দোষারোপ করার সময় নয়,” বলেন তিনি।

বাংলাদেশের সামনে তাই এখন লক্ষ্য—বাকি দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *