নিজস্ব প্রতিবেদক
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ অক্টোবরের মধ্যে সাগরের ওই অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে।
রোববার (১৯ অক্টোবর) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় আগামীকাল (২০ অক্টোবর) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
একইভাবে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে আবহাওয়া সামান্য মেঘলা ও শুষ্ক থাকতে পারে।
২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই দেশের আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
এদিকে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে নতুন নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা।
আবহাওয়া অধিদপ্তরের মতে, সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে।
চলমান পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে বৃষ্টি কিছুটা বাড়লেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।