October 27, 2025, 5:28 pm
Headline :

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বর্তমানে সরকার দ্বারা নিষিদ্ধ। বিচার সম্পন্ন হওয়ার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয়, তখন সেই সিদ্ধান্ত দেখা যাবে।”

এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচন কমিশনের তালিকায় না থাকার কারণে শাপলা প্রতীক প্রদানের সুযোগ নেই। আইনের বাইরে আমাদের কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়।”

এছাড়া তিনি নিশ্চিত করেছেন যে নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থা বা বাহিনী দ্বারা প্রভাবিত হবে না।

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page