নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতা কমাতে এবার ফায়ার সার্ভিস ব্যবহার করছে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আধুনিক এই রোবটটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিশেষ অগ্নি নির্বাপণ যন্ত্র, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এটি মাঠে নামানো হয়েছে।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ এলাকা—যেমন কারখানা, গুদাম বা তেল-গ্যাস স্থাপনায়—আগুন নেভানোর সময় দমকলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই রোবট কার্যকর ভূমিকা রাখে।
রোবটটি শক্তিশালী ফ্যান ও উচ্চচাপের পানির জেটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি এটি ঘন ধোঁয়া ও তাপমাত্রা কমাতেও সাহায্য করে, যাতে দমকল কর্মীরা নিরাপদে আগুন নেভানোর কাজ চালিয়ে যেতে পারেন।