নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস :
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে, আর বাকি ১৬টি ইউনিট রাস্তায় রয়েছে।
কারণ ও ক্ষয়ক্ষতি এখনও অনির্ধারিত :
প্রাথমিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার তৎপরতা :
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর দমকল বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক :
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মূল টার্মিনালের কার্যক্রমে তাৎক্ষণিক কোনো বড় বিঘ্ন ঘটেনি। ফ্লাইট অপারেশন আপাতত আংশিক স্বাভাবিক রয়েছে, তবে কার্গো এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।