ক্রীড়া প্রতিবেদক :
২০২৫ সালের শুরু থেকেই ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো লড়ছে বাংলাদেশ। বিশেষ করে টপ অর্ডারের ভঙ্গুরতা ও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচের পর ম্যাচ ধসে পড়েছে ব্যাটিং লাইনআপ। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোয়াইটওয়াশ সেই দুর্দশারই প্রমাণ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখা গেল নতুন এক দৃশ্যপট। শুরুটা ছিল পুরোনো হতাশার মতোই—মাত্র ৮ রানেই ফেরেন ওপেনার সাইফ হাসান ও দীর্ঘদিন পর ফেরানো সৌম্য সরকার। দল পড়ে যায় চাপের মুখে।
ঠিক তখনই হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ধৈর্য্য ও ব্যাটিং দৃঢ়তায় তাঁরা গড়েন ৭১ রানের তৃতীয় উইকেট জুটি—যা ২০২৫ সালে বাংলাদেশের জন্য এই উইকেটে প্রথম ‘ফিফটি প্লাস’ জুটি। এই ছোট্ট অর্জনটিই বড় স্বস্তির বার্তা হয়ে আসে। কারণ এর আগে এই বছর তৃতীয় উইকেটে বাংলাদেশের জুটি গড়েছে মাত্র:
২৪, ৩৩, ১, ৩৭, ৪২, ২৮, ১৫ ও ১২ রান। এই প্রেক্ষাপটে শান্ত ও হৃদয়ের জুটি অনেকটাই যেন মরুর মাঝে এক ফোঁটা জলের মতো। বাংলাদেশের ব্যাটিংয়ে এখনও অনেক ঘাটতি, তবে এই জুটির পরিণত পারফরম্যান্স হয়তো ভবিষ্যতের জন্য একটুখানি আশার আলো।