নিজস্ব প্রতিবেদক :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে তাদের ৪টি ইউনিট কাজ করছে। এদিকে, বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো ভিলেজ সংলগ্ন একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।
হালনাগাদ তথ্যের জন্য সাথে থাকুন……….