নিজস্ব প্রতিবেদক :
৪৫ দিনের অবকাশ শেষে রোববার (১৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম। এরইমধ্যে ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এই পুনরায় কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে আইন অঙ্গনের প্রধান আলোচ্য হয়ে উঠেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর মামলা।
তত্ত্বাবধায়ক ইস্যু: শুনানি ২১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির অনুমতি (লিভ টু আপিল) আগেই দিয়েছেন আপিল বিভাগ। ২১ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ বিষয়ে শুনানি করবেন।
প্রেক্ষাপট সংক্ষেপে: ১৯৯৬ সালে সংসদে পাস হয় ত্রয়োদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী রিট দায়ের করেন। হাইকোর্ট ও পরে আপিল বিভাগ সংশোধনী বাতিল করে রায় দেন।
অবকাশকালীন কার্যক্রম:
৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবকাশে কেবল জরুরি মামলার শুনানি হয়েছে। এ সময় বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চ দায়িত্ব পালন করেছেন।