January 11, 2026, 3:32 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বিশ্বকাপের টিকিট মাথায় রেখে আজ ওয়ানডে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে ফরম্যাটে টানা ব্যর্থতার পর নতুন প্রত্যাশা নিয়ে আজ (শনিবার, ১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।এই সিরিজটি শুধু ঘুরে দাঁড়ানোর সুযোগ নয়, একইসঙ্গে ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে জরুরি সমীকরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।
ওপেনিংয়ে পরিবর্তনের ইঙ্গিত:
চলতি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। আগের সিরিজে ব্যর্থ হওয়া তানজিদ তামিমের বদলে ওপেনিংয়ে সৌম্য-সাইফ জুটি দেখা যেতে পারে। দলে ফিরেছেন আরও বেশ কিছু অভিজ্ঞ মুখ।
ওয়ানডেতে ছন্দহীন বাংলাদেশ:
গত কয়েক মাসে ওয়ানডেতে একের পর এক হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তানের কাছে ৩-০ তে হোয়াইটওয়া,শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার,চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো জয় না পাওয়া, ওয়েস্ট ইন্ডিজ সফরেও হোয়াইটওয়াশ সব মিলিয়ে ওয়ানডে এখন বাংলাদেশের জন্য যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
বিশ্বকাপের সমীকরণ :
২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিং ও পারফরম্যান্সের ভিত্তিতে পয়েন্ট জরুরি হয়ে পড়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

ওয়ানডে স্কোয়াড (বাংলাদেশ) :
অধিনায়ক: মেহেদী হাসান মিরাজ
স্কোয়াডে আছেন:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *