স্পোর্টস ডেস্ক:
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের কিশোরী ফুটবলারদের। বাছাইপর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জর্ডানের আকাবায় অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না সাইফুল বারী টিটুর শিষ্যদের সামনে। কিন্তু ম্যাচের শুরু থেকেই চাইনিজ তাইপে ম্যাচে আধিপত্য বিস্তার করে।
শুরু থেকেই পিছিয়ে পড়ে বাংলাদেশ:
ম্যাচের ৯ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন উ ক্যাই-শুয়ান। এরপর ৩৪ মিনিটে চুং ইউন চিয়েন ফ্রি-কিক থেকে গোল করলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। বরং ৬৬ মিনিটে এবং যোগ করা সময়ে আরও তিনটি গোল হজম করে, যার ফলে ম্যাচ শেষ হয় ৫-০ ব্যবধানে।
আগের ম্যাচেও হাতছাড়া হয়েছিল জয়:
বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সে ম্যাচে এগিয়ে গিয়েও ৮৯ মিনিটে গোল হজম করে জয় হাতছাড়া হয়। ফলে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে, দুই ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে চাইনিজ তাইপে।
স্বপ্নের কাছে গিয়েও ফিরতে হলো:
এর আগে জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-২০ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল অনূর্ধ্ব-১৭ দলের দিকেও। কিন্তু বড় হারের ফলে এবার তাদের স্বপ্নভঙ্গ হলো বাছাইপর্বেই।