স্পোর্টস ডেস্ক :
ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। অক্টোবরের আন্তর্জাতিক ম্যাচগুলোর পর হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজদের। বর্তমানে ১৮৩তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
শুক্রবার (১৭ অক্টোবর) ফিফা নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। যদিও বাংলাদেশ আগের তুলনায় ৫.১৮ রেটিং পয়েন্ট হারিয়েছে, তারপরও এক ধাপ ওপরে উঠে এসেছে।
হংকংয়ের বিপক্ষে ড্র-পরাজয়েও উন্নতি সম্প্রতি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে প্রথম লেগে ঘরের মাঠে ৪–৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে ১–১ গোলের ড্র করে কিছুটা ঘুরে দাঁড়ায়। এই পারফরম্যান্সই বাংলাদেশকে এক ধাপ এগিয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা, যারা সম্প্রতি ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে জয়ের দেখা পেয়েছে। এদিকে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে ফ্রান্স। ইংল্যান্ড অবস্থান করছে চতুর্থ স্থানে, এবং পর্তুগাল ধরে রেখেছে পঞ্চম স্থান। জাপানের কাছে হেরে পেছালো ব্রাজিল জাপানের কাছে পরাজয়ের ফলে ব্রাজিল এক ধাপ নিচে নেমে গেছে। কার্লো আনচেলোত্তির দল এখন ছয় থেকে নেমে সাত নম্বরে।