সংবাদ প্রতিবেদন:
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) অ্যাডামস ক্যাপ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে, এতে আশপাশের আরও কয়েকটি কারখানা এখন গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট কাজ করছে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে, পার্শ্ববর্তী কারখানাগুলোর ভবনও তাপে গরম হয়ে উঠেছে। ফলে সেখানে দ্বিতীয় দফায় আগুন লাগার শঙ্কা তৈরি হয়েছে।
পাশের কারখানা স্মার্ট জ্যাকেট লিমিটেডের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, “আমাদের নিজস্ব হাইড্রেন্ট দিয়ে অ্যাডামস ক্যাপ কারখানার আগুনে তিন ঘণ্টা ধরে পানি ছিটিয়েছি। আগুনের তাপে আমাদের কারখানাও অস্বাভাবিকভাবে গরম হয়ে গেছে।”
তিনি আরও জানান, “এখন আমরা আমাদের কারখানার অভ্যন্তরেও পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছি যাতে আগুনের প্রভাব না পড়ে।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।