 
						
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় একটি মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর চারটি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে যোগ দেয়।
কীভাবে আগুন ছড়াল?
সাততলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে মেডিকেল অ্যাকসেসরিজ তৈরি হতো। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
কী বলছে প্রশাসন?
ইপিজেড থানার ওসি মো. জামির হোসেন বলেন: “কারখানায় আগুনের খবর পেয়েই পুলিশ ও অন্যান্য বাহিনী সেখানে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান: “সাত তলার তিনটি ফ্লোরে আগুন ছড়িয়েছে। আমাদের ১৬টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে।”
হতাহতের খবর:
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
পরবর্তী পদক্ষেপ:
বাহিনীর তৎপরতা, উদ্ধার অভিযান ও কারখানার ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।