নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ন’টায় শহীদ ক্যাপ্টেন নূরুল আবসার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন সৈনিকদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও কর্নেল কমান্ড্যান্ট অব দি কোর অব ইএমই, মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম এনডিসি, এএফডবিইউসি, পিএসসি, যিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেছ খান, এসইউপি, পিএসসি-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নবীন সৈনিকদের অভিভাবকরা। তারা মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করেন।
রিক্রুট ব্যাচ-২০২৫ ৩৬ সপ্তাহব্যাপী সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলে। প্রশিক্ষণকালে রিক্রুট নম্বর ২৮৬৯২ মো. তানভীর আহমেদ সর্বোচ্চ ফলাফল অর্জন করে শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট নম্বর ২৮৬৩৬ মো. আকাশ দ্বিতীয় অবস্থানে থাকেন।
এই ব্যাচে মোট ৩৪৭ জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন, যার মধ্যে ২৯ জন মহিলা এবং ৩১৮ জন পুরুষ। নবীন সৈনিকদের বিভিন্ন কারিগরী, সাধারণ ও অন্যান্য পেশায় বরাদ্দ দেওয়া হয়েছে।