October 27, 2025, 9:42 am
Headline :
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ

মার্কশিটসহ এইচএসসির রেজাল্ট দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক :

২০২৫ সালের এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে এইচএসসির ফলাফলে অবনতি হয়েছে। পাশের হার তো বটেই, জিপিএ ৫ পাওয়ার হারও কমেছে।

এই নিবন্ধে আমরা ধাপে ধাপে জানব কীভাবে মাত্র ১ মিনিটে দুটি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিটসহ আপনার HSC Result 2025 চেক করতে পারবেন।

অনলাইনে মার্কশিটসহ HSC Result 2025 জানার নিয়ম 

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল মার্কশিটসহ পাওয়ার একাধিক সহজ ও দ্রুততর পদ্ধতি আছে। সরকারী ওয়েবসাইট তো আছেই, অন্যান্য অনলাইন মাধ্যম থেকেও খুব অনায়াসেই ফলাফল দেখা যাবে। 

অনলাইনে ফলাফল জানার উপায়গুলো হলো–

১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে 
শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে কোনো অর্থ খরচ ও ঝক্কি পোহানো ছাড়াই মাধ্যমিক পরীক্ষার ফল জানা যায়। এই পদ্ধতি অনুসরণ করে ফল জানতে হলে নিচে ধাপগুলো মেনে এগোতে হবে:

১ম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ
দ্রুততম সময়ে আপনার এইচএসসি ফলাফল ২০২৫ জানতে প্রথমে এই লিংকে প্রবেশ করুন: www.educationboardresults.gov.bd। এটিই সেই প্ল্যাটফর্ম, যা সকল বোর্ডের (ঢাকা, চট্টগ্রাম, মাদ্রাসা, কারিগরি) ফলাফল একযোগে প্রকাশ করে। 

২য় ধাপ: পরীক্ষার তথ্য দেওয়া
পরীক্ষার ধরন (এইচএসসি/আলিম), শিক্ষাবর্ষ (২০২৫) এবং বোর্ড নির্বাচন করতে হবে ফলাফল প্রার্থীকে।

৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান
এরপর শিক্ষার্থীদেরকে তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে নির্দিষ্ট বক্সে দিতে হবে। এই দুই নম্বরের একটিতেও ভুল থাকলে ফলাফল দেখা যাবে না। 

৪র্থ ধাপ: ফলাফল প্রদর্শন
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর “Submit” বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। সেখান থেকে প্রয়োজনে ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করারও সুবিধা আছে।

২. ওয়েবসাইট থেকে ফলাফল জানার পদ্ধতি
শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো আছেই, এছাড়াও www.eduboardresults.gov.bd এর মাধ্যমে ফলাফল জানা যাবে। তুলনামূলকভাবে এটিই বেশি সহজে ফলাফল প্রদর্শন করে থাকে।

১ম ধাপ: সাইটে প্রবেশ করুন
প্রথমে www.eduboardresults.gov.bd এ যেতে হবে।

২য় ধাপ: সঠিক পরীক্ষার তথ্য নির্বাচন
ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষা, বছর এবং বোর্ড নির্বাচন করুন।

৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান
পরীক্ষার্থীদের নিজ নিজ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং সঠিক ক্যাপচা কোড প্রদান করতে হবে। 

৪র্থ ধাপ: ফলাফল প্রাপ্তি
সব তথ্য সঠিক হলে ‘Get Result’ বোতামে চাপতে হবে। সেটা করলেই ফলাফল প্রদর্শিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page