নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান— যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। এর মাধ্যমে এখন থেকে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা সেখান থেকেই ভোটার হিসেবে নিবন্ধন করতে এবং এনআইডি সুবিধা পেতে পারবেন।
বুধবার (১৫ অক্টোবর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আমেরিকার চারটি বাংলাদেশ মিশন অফিসে এনআইডি নিবন্ধন কার্যক্রম সফলভাবে চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে ১০ জন আবেদনকারীর এনআইডি কার্ড যুক্তরাষ্ট্র থেকেই প্রক্রিয়াকরণ ও প্রদান করা হয়েছে।
“এর মাধ্যমে আমরা কার্যক্রমের সফলতা প্রমাণ করতে পেরেছি। এখন থেকে যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসীরা নিয়মিতভাবে এনআইডি সেবা পাবেন,” — বলেন হুমায়ুন কবীর।
তিনি আরও জানান, মিশন অফিসের প্রশিক্ষিত টেকনিক্যাল টিম স্থানীয়ভাবে আবেদন গ্রহণ, তথ্য যাচাই ও কার্ড ইস্যুর প্রক্রিয়া পরিচালনা করবে। প্রয়োজনে বাংলাদেশ থেকে টেকনিক্যাল সহায়তাও দেওয়া হবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে বিশ্বের ৪০টি দেশে এনআইডি কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বর্তমানে ১১টি দেশে ১৭টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র।
ইসি সূত্রে জানা গেছে, এসব দেশে মোট এক কোটি ৪০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ৪০ লাখেরও বেশি, অবস্থান করছেন সৌদি আরবে।
নির্বাচন কমিশন জানায়, প্রবাসীরা তাদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও প্রমাণপত্রসহ আবেদন করলে স্থানীয় মিশন থেকেই এখন এনআইডি পাওয়া সম্ভব হবে। এর ফলে প্রবাসীদের আর দেশে এসে ভোটার নিবন্ধন করতে হবে না।