October 27, 2025, 10:18 pm
Headline :

লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ৩০০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ৩০০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

লিবিয়ায় আটকে পড়া আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আসছে ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হবে।

বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, লিবিয়া সরকারের সহযোগিতা ও সরাসরি ব্যবস্থাপনায় নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য এ বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। দূতাবাস আশা করছে, এর মাধ্যমে অন্তত তিন শতাধিক নাগরিককে নিরাপদে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

এছাড়া দূতাবাস জানায়, যারা এখনও লিবিয়ায় কর্মহীন বা প্রত্যাবাসনের অপেক্ষায় আছেন, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আরও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

সরকারি তথ্যমতে, গত কয়েক মাসে লিবিয়ার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও আটকস্থল থেকে কয়েক দফায় শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে এই নতুন ফ্লাইটের প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page