জেডটিভি বাংলা ডেস্ক:
বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমানকে দুদকে পরিচালক পদে প্রেষণে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দুদক সূত্রে জানা গেছে, নতুন দুই পরিচালককে সংস্থার অনুসন্ধান ও তদন্ত বিভাগের কার্যক্রমে যুক্ত করা হবে। কর্মকর্তারা যোগদানের পর সংশ্লিষ্ট ইউনিট নির্ধারণ করবে কমিশন।
সরকারি এই পরিবর্তনকে প্রশাসনিক রুটিন বদলি হিসেবে দেখা হচ্ছে, তবে দুর্নীতি প্রতিরোধ ও তদন্ত কার্যক্রম আরও শক্তিশালী করতে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের সংযুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।