নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।
তিনি বলেন,“রাজনৈতিক দলগুলো যদি দুর্নীতিবাজদের মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকে, তাহলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা অনেক সহজ হবে।” মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)।”মনোনয়ন বেচাকেনা বন্ধ হলেই দুর্নীতি কমবে”
ড. মোমেন বলেন, “নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ হলে, মনোনয়নে স্বচ্ছতা এলে দুর্নীতি স্বাভাবিকভাবেই কমে আসবে। আমরা আগামী নির্বাচনে নেতৃত্বে দৃশ্যমানভাবে সৎ মানুষ দেখতে চাই।” সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অবস্থান স্পষ্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন,“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অন্য অভিযুক্তদের মতো আইনের মুখোমুখি হতে হবে। আদালতের প্রক্রিয়া আরও সহজ হলে বিচার দ্রুত শেষ করা সম্ভব।”
তিনি আরও জানান, “তাকে (শেখ হাসিনাকে) দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী, শিগগিরই তাকে দেশে আনা সম্ভব হবে।” ক্ষমতা ও তদন্তে প্রভাব অনুসন্ধান ও মামলার গতি নিয়ে প্রশ্নে ড. মোমেন স্বীকার করেন, “ক্ষমতার প্রভাব বলয়ে অনেক সময় দুদকের কার্যক্রমে গতি-বাগাড়ম্বর আসে। তবে বর্তমানে আমাদের ওপর কোনো চাপ নেই।”
পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে অগ্রগতি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি জানান, “প্রক্রিয়া জটিল হলেও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা আমাদের সহায়তা করছে। কিছু টাকা হলেও ফেরত আনার বিষয়ে আমরা আশাবাদী।” কর্মশালায় অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা কর্মশালায় আরও বক্তব্য দেন দুদক মহাপরিচালক (প্রশাসন) আবু হেনা মোস্তফা জামান, র্যাক সভাপতি আলাউদ্দিন আরিফ, দুদকের বিশেষ তদন্ত মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ মহাপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ।