October 27, 2025, 3:03 pm
Headline :
তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

যেনতেন নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ নিতে দেওয়া হবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোনো দলের জন্য ‘সেফ এক্সিট’ নিশ্চিত করা যাবে না। তিনি বলেন, দেশের স্বার্থবিরোধীভাবে তড়িঘড়ি নির্বাচন আয়োজন করে কেউ পার পেতে চাইলেও এনসিপি তা হতে দেবে না। মঙ্গলবার (১৪ অক্টোবর) নেত্রকোনা শহরের শালথী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

“চাইলে এককভাবেও নির্বাচনে যাব” সারজিস আলম বলেন, “আমরা এখনো বিশ্বাস করি, একটি জাতীয় ঐক্যের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত। তবে যদি প্রয়োজন হয়, এনসিপি এককভাবেও নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আবার উপযুক্ত অ্যালায়েন্স হলে সেটির মাধ্যমেও অংশগ্রহণ সম্ভব।” তবে জোট বা অ্যালায়েন্স গঠিত হলেও এনসিপি নিজস্ব দলীয় পরিচয় ও প্রতীক শাপলা নিয়েই নির্বাচন করবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে জানান।

শাপলা প্রতীক নিয়ে আশাবাদী এনসিপি বহুল আলোচিত শাপলা প্রতীক ইস্যুতে সারজিস আলম বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই। কমিশন যদি নিরপেক্ষ ও স্বাধীন থাকে, তবে আমাদের এ প্রতীকেই নির্বাচন করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।” এ প্রসঙ্গে তিনি আইন বিশেষজ্ঞদের মতামত এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতি ইঙ্গিত দেন। নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব, তবে শর্তসাপেক্ষে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট করে সারজিস আলম বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন, এবং গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া আমরা নির্বাচনে যাব না।”

তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক চিফ প্রসিকিউটর একটি কনফারেন্সে জানিয়েছেন, “শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক রায় ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে।” এ রায় বাস্তবায়িত হলে এনসিপি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত থাকবে বলে জানান তিনি।উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নে সমর্থন বর্তমান নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সারজিস আলম বলেন, “এনসিপি মনে করে, উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি এখন বাস্তবসম্মত। এটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে নিম্নকক্ষে জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।”

সভায় আরও যাঁরা ছিলেন সভায় আরও বক্তব্য দেন— এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান জেলা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমদ খালিয়াজুরি উপজেলা আহ্বায়ক মুশফিকুর রহমান এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সারজিস আলমের বক্তব্য স্পষ্টতই একটি বার্তা বহন করে— এনসিপি আর ‘আসন বণ্টনের’ খেলায় অংশ নিতে আগ্রহী নয়, বরং নীতিনির্ভর ও জবাবদিহিতামূলক রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থান নিতে চায়।
শাপলা প্রতীক নিয়ে জটিলতা থাকলেও তারা আইনি যুক্তি ও রাজনৈতিক অবস্থান থেকে ব্যাপারটিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page