স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয় নিশ্চিত হয়ে গেছে আগেই। এখন বাংলাদেশের সামনে কেবল একটি লক্ষ্য— সম্মান রক্ষা। আজ সিরিজের শেষ ওয়ানডেতে হারলে প্রথমবারের মতো আফগানদের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবে টাইগাররা। টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শুরু করলেও ওয়ানডে সিরিজে এসে যেন ধস নেমেছে মেহেদী হাসান মিরাজের দলের ব্যাটিংয়ে। তাই শেষ ম্যাচের আগে প্রশ্ন জাগছে— একাদশে কী পরিবর্তন আসছে? কেমন হবে আজকের লড়াইয়ের পরিকল্পনা?
সিরিজটা হোয়াইটওয়াশ না হোক! বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ইতিহাসে এখনো কেউ কাউকে হোয়াইটওয়াশ করতে পারেনি। এই সিরিজ তাই শুধু জয়-পরাজয়ের হিসাব নয়, ইতিহাস লেখার লড়াইও। তবে আজ হারলে সেই ইতিহাসটা হবে বাংলাদেশের জন্য বিব্রতকর। গত ১২টি ওয়ানডেতে ১০টি হার— এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও আজ মিরাজদের জয়ের বিকল্প নেই। কারণ, শুধু মানসিক জয়ের জন্য নয়, র্যাঙ্কিং ও বিশ্বকাপ-২০২৭ এর সমীকরণেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ।
ব্যাটিং—সবচেয়ে বড় দুশ্চিন্তা এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং। বিশেষ করে টপ অর্ডার ব্যর্থতা ও মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীন শট সিলেকশন চোখে পড়েছে।তানজিদ হাসান আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিচ্ছেন। মিডল অর্ডারে হৃদয়, নুরুল, জাকের আলী কেউই ধৈর্য নিয়ে ইনিংস গড়তে পারছেন না। রশিদ খান ও মুজিবদের ঘূর্ণি বুঝে খেলার বদলে দেখা যাচ্ছে বিভ্রান্তি। আজকের একাদশে কী বদল আসতে পারে? সম্ভবত ওপেনিংয়ে পরিবর্তন দেখা যাবে। তানজিদের বদলে সুযোগ পেতে পারেন নাঈম শেখ। মিডল অর্ডারে জাকের আলীর পরিবর্তে শামীম হোসেন একাদশে ফিরতে পারেন। বোলিং বিভাগে সম্ভাব্য পরিবর্তনের আভাস নেই। তানভীর, রিশাদ, তাসকিন ও মোস্তাফিজ নিয়েই নামতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক),নাঈম শেখ,সাইফ হাসান,নাজমুল হোসেন শান্ত,তাওহীদ হৃদয়,শামীম হোসেন/জাকের আলী,নুরুল হাসান সোহান,তানভীর ইসলাম,রিশাদ হোসেন,তাসকিন আহমেদ,মোস্তাফিজুর রহমান
বিশ্বকাপ সামনে রেখে রেটিংয়ের লড়াইও এই ম্যাচ জয় মানে শুধু সম্মান রক্ষা নয়, রেটিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টও। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশের হাতে আছে আরও ২৪টি ম্যাচ। তার মধ্যে প্রতিটি জয়ের মূল্য এখন অনেক। জয়ের জন্য চাই উইকেটের মূল্য বোঝা, ইনিংস গড়ার ধৈর্য এবং স্পিনের বিপক্ষে কার্যকরী কৌশল। আর এসব না হলে আজকের ম্যাচটা শুধু আরেকটি হার হবে না, হবে আত্মবিশ্বাসে চিড় ধরা আরেকটি ক্ষত। টাইগারদের পক্ষে আজ সেটাই সবচেয়ে বড় শঙ্কা।