January 10, 2026, 7:19 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মো. আইয়ুব খান, দুজনেই সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।

রায়ে আসামি নূর মোহাম্মদ ও আইয়ুব—দুজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রায় ঘোষণার পর আদালতের বারান্দায় উত্তেজনার ঘটনা ঘটে। নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন, পুলিশি হেফাজতে কারাগারে নেওয়ার পথে আসামি নুরু ও তার বোন তাকে মারধর করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন, জমি নিয়ে বিরোধের জেরে সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের আ. ছামাদকে বাড়ির পাশের রাস্তায় ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ছেলে আরিফ হোসেন ওইদিনই তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত আজ দুই আসামির বিরুদ্ধে রায় দেন।

বাদী আরিফ হোসেন বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে তারা। আজ আদালত ন্যায্য রায় দিয়েছেন, তবে আমি তাদের ফাঁসি চাই।”

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নাসিম আখতার বলেন, “আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে দণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *