October 28, 2025, 1:27 pm
Headline :
৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায় ১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ স্থগিত স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ পাল্টা সিটি ইউনিভার্সিটির কাছে ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন টি–টোয়েন্টির সর্বোচ্চ রানের সিংহাসনের কাছে বাবর আজম ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াল, রাশিয়া থেকে সম্পূর্ণ না থেমেও বৈচিত্র্য নিশ্চিত জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার

বিচার সম্প্রচারে বাধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সাইবার হামলা

বিচার সম্প্রচারে বাধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রচারের মাঝেই হামল তাজুল ইসলাম জানান, “রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল। এ সময় আমাদের পেজে সাইবার আক্রমণ চালানো হয়, ফলে সেটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে আমরা পরে পেজটি উদ্ধার করতে পেরেছি।”

তিনি বলেন, “এই হামলার উদ্দেশ্য ছিল স্পষ্ট—বিচার প্রক্রিয়ায় উত্থাপিত তথ্যপ্রমাণ ও মানবতাবিরোধী অপরাধের বর্ণনা যাতে বিশ্ববাসী জানতে না পারে, সে চেষ্টাই করেছে একটি চক্র।”

“ন্যায়বিচার থেমে থাকবে না” চিফ প্রসিকিউটর বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। আমরা প্রতিহিংসার জন্য নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। যারা অপরাধীদের রক্ষা করতে চায়, তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে।”

যুক্তিতর্কে উত্থাপিত হয় গুরুত্বপূর্ণ তথ্য ওইদিন সকাল পৌনে ১২টার দিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। মামলার প্রেক্ষাপট ও অভিযোগ উপস্থাপন করেন মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ এবং আবদুস সোবহান তরফদার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page