অনলাইন ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিতের কড়া নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাঠপর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও থানার ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে কোনো প্রকার আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, “নির্বাচনে সিসিটিভি, বডি ওয়ার্ন ক্যামেরা, স্ট্রাইকিং ফোর্স—সব মিলিয়ে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যারা দায়িত্বে ছিলেন, তাঁদের পুনর্ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিস্তৃত প্রশিক্ষণ পরিকল্পনা নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ পরিকল্পনার কথাও জানান তিনি।
পুলিশ: প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে প্রতি ব্যাচে ৬,৫০০ জন অংশ নিচ্ছেন।
আনসার ভিডিপি: ৪৫ হাজার ভোটকেন্দ্রে ৫ লাখ ৮৫ হাজার আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার জনকে অস্ত্রসহ এবং ৪ লাখ ৫০ হাজার জনকে নিরস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আনসার ব্যাটালিয়ন: ৩,১৫৭ জন রিক্রুট সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
বিজিবি: এবারের নির্বাচনে ১,১০০ প্লাটুনে ৩৩ হাজার বিজিবি সদস্য থাকবেন, যাদের ৬০% ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সশস্ত্র বাহিনী: প্রায় ৮০ হাজার সেনাসদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
সংবেদনশীল কেন্দ্র ও মনিটরিং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে। থাকবে সিসিটিভি ক্যামেরা এবং বডি ওয়ার্ন ক্যামেরা, যার মাধ্যমে মনিটরিং আরও কার্যকর হবে।
সংখ্যালঘু নিরাপত্তা ও ষড়যন্ত্র প্রতিরোধ শারদীয় দুর্গাপূজা ঘিরে ফ্যাসিস্ট গোষ্ঠীর অপচেষ্টা ছিল বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তায় তা নস্যাৎ হয়েছে বলে জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় শুধু বাহক নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।