নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে এবং এ দলটির জন্মই হয়েছে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে।
রোববার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “কিছু মানুষ বলে, বিএনপি নাকি সংস্কার মানে না। অথচ বাস্তবতা হলো—বিএনপিই সংস্কারের পথিকৃত। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের পতনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি দেশকে নতুন রাজনৈতিক পথে এগিয়ে নিয়ে যান।”
তিনি আরও বলেন, “বর্তমানে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার রূপরেখার মধ্যেই রাজনৈতিক সংস্কারের পূর্ণ প্রতিফলন রয়েছে।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা সব সময়ই ইতিবাচক পরিবর্তনের পক্ষে। যারা বলেন বিএনপি সংস্কারের বিরোধিতা করে, তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছেন।”
তিনি উল্লেখ করেন, “দেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থার ধারণাটিও বিএনপিরই সৃষ্টি, যা একসময় সকল রাজনৈতিক দলই সমর্থন করেছিল।”