October 27, 2025, 5:19 pm
Headline :

পঞ্চগড়ে এনসিপির লংমার্চ: কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোভ প্রকাশ সারজিস আলমের

পঞ্চগড়ে এনসিপির লংমার্চ: কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোভ প্রকাশ সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক :

পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী অবস্থান জানিয়ে শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয় এই কর্মসূচি। লংমার্চ শেষে রাত সাড়ে ৯টায় পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এক সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাটে তীব্র প্রতিক্রিয়া বক্তৃতার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, “এটি এনসিপির পঞ্চগড়ের কর্মসূচিতে বারবার ঘটছে। এটা নিছক দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত ব্যাঘাত। এর পেছনে যারা রয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।” তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। “যদি কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, পঞ্চগড়ের মানুষ সেটা মেনে নেবে না।”

লংমার্চ রুট ও পথসভা লংমার্চটি সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা ও সাতমেরা ইউনিয়ন হয়ে তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি ও শালবাহান ইউনিয়ন অতিক্রম করে বিকেলে তেঁতুলিয়া উপজেলা সদরে পৌঁছায়।
সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভায়ও বক্তব্য রাখেন সারজিস আলম।

দুর্নীতিবিরোধী কঠোর বার্তা বক্তব্যে সারজিস আলম বলেন,

“যখনই আমরা চাঁদাবাজি, মাদক, সিন্ডিকেট বা দখলদারিত্ব নিয়ে কথা বলি, তখনই নানা প্রতিবন্ধকতা আসে। কিন্তু আমরা স্পষ্ট করে বলি—পঞ্চগড়ের মাটিতে অন্যায় ও দুর্নীতির জায়গা হবে না। সময়ই প্রমাণ করবে জনগণ কার সঙ্গে আছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page