স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ইতালি। তবে হাল না ছেড়ে টানা চতুর্থ জয় তুলে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন এখনও টিকিয়ে রেখেছে আজ্জুরিরা। সর্বশেষ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে।
এই জয়ে ‘আই’ গ্রুপে ইতালির পয়েন্ট দাঁড়িয়েছে ১২ (৫ ম্যাচে)। তারা তিন পয়েন্টে এগিয়ে রয়েছে ইসরায়েলের চেয়ে এবং এক ম্যাচ কম খেলেও পিছিয়ে রয়েছে গ্রুপ সেরা নরওয়ের পেছনে।
কিয়ান-রেতেগুই-এসপোজিতো গোল, দোনারুম্মার ভুলে হোঁচট খেলার মাত্র ৫ মিনিটেই মোইস কিয়ান চমৎকার এক মুভে গোল করে ইতালিকে এগিয়ে দেন। বাছাইপর্বে এটি ছিল তার চতুর্থ গোল। ২২তম মিনিটে পেনাল্টি মিস করেন মাতেও রেতেগুই, তবে ৩৮তম মিনিটে রিকার্দো অরসোলিনির হেড থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে শোধ তুলেন তিনি—ইতালি এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে স্পিনাজোলার নিচু ক্রস থেকে ৭৪তম মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোজিতো গোল করে নিজের জাতীয় দলের অভিষেক গোল উদযাপন করেন। তবে দুই মিনিট পরেই ভুল করেন দোনারুম্মা। সহজ এক ক্রস হাতছাড়া করলে, এস্তোনিয়ার রাউনো সাপিনেন তা কাজে লাগিয়ে গোল করে ব্যবধান ৩-১ করেন।
বিশ্লেষণ:
প্রথম ম্যাচ হারার পরও ইতালির ঘুরে দাঁড়ানো প্রশংসনীয়। তবে গোলরক্ষক দোনারুম্মার এমন ভুল বড় ম্যাচে সমস্যার কারণ হতে পারে। সামনে নরওয়ের বিপক্ষে জয় না পেলে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিনই হয়ে যাবে আজ্জুরিদের।