নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) অচিরেই শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে “সম্পূর্ণ ভিত্তিহীন গুজব” হিসেবে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে যে, আর কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই।”
তিনি আরও বলেন, “এই ধরনের অপপ্রচারের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করা।”
শফিকুল আলম আশঙ্কা প্রকাশ করেন যে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে এসব গুজব ছড়ানো হচ্ছে।
তিনি এও স্পষ্টভাবে জানান, সরকার ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং সংস্থাটির কার্যক্রমে ট্রান্সবর্ডার ও এক্সটার্নাল গোয়েন্দা তৎপরতার ওপর গুরুত্ব আরোপ করে সংস্কারের চিন্তাভাবনা করা হচ্ছে।
সবার প্রতি আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করুন।”