জেডটিভি বাংলা ডেস্ক,
উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নেওয়ার প্রবণতা জনগণ কখনও মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১১ অক্টোবর) জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে নিজের নির্বাচনি এলাকা রংপুরের কাউনিয়া যাওয়ার পথে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “গণআন্দোলনের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের কার্যক্রম দেখে মনে হচ্ছে, তারা দায়সারা দায়িত্ব হস্তান্তরের চেষ্টা করছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ না করে যদি তারা দায়মুক্তি আর সেফ এক্সিটের পথ বেছে নেন, সেটি দেশের মানুষ কখনও মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর জনগণ যে প্রত্যাশা নিয়ে উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছে, তা ফাঁকিবাজি করে পূরণ করা যাবে না। গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
রাজনৈতিক সমঝোতা ও জোট প্রসঙ্গে
এনসিপি নেতা বলেন, “জনগণের স্বার্থে ও জাতীয় স্বার্থে জোট গঠনের প্রয়োজন হলে আমরা তা বিবেচনা করছি। বিষয়টি এখনও উন্মুক্ত রেখেছি।”
তিনি আরও জানান, “আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবো। তবে সরকার যেন কোনও নির্দিষ্ট দলের প্রভাবে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জুলাই সনদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সব দাবি এখনো পূরণ না হলেও অনেকগুলো দাবি আমরা অর্জন করতে পেরেছি — এটিই আমাদের সাফল্য।”
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, “অল্প সময়ের মধ্যেই আমরা সারাদেশে সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি। নিবন্ধনের সব শর্ত পূরণ করার পর আমাদের দল এখন নিবন্ধন পাওয়ার দ্বারপ্রান্তে। এটি আমাদের জন্য একটি বড় অর্জন।”