October 28, 2025, 1:21 pm
Headline :
১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা জেলার দাবিতে ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ: ৩ কিশোর গ্রেপ্তার, ১৫০ অজ্ঞাত আসামি মামলা কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ স্থগিত স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ পাল্টা সিটি ইউনিভার্সিটির কাছে ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন টি–টোয়েন্টির সর্বোচ্চ রানের সিংহাসনের কাছে বাবর আজম ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াল, রাশিয়া থেকে সম্পূর্ণ না থেমেও বৈচিত্র্য নিশ্চিত জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার গুপ্ত ক্যামেরায় জুয়ার প্রতারণা, হার মানাবে হলিউডকেও

হাতিয়াকে জেলা, নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

হাতিয়াকে জেলা, নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :

হাতিয়াকে জেলায় উন্নীত করে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাতিয়াকে নতুন করে জেলা ঘোষণা করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে। ময়মনসিংহ যদি বিভাগ হতে পারে, কুমিল্লা যদি বিভাগ হতে পারে, তাহলে নোয়াখালী কেন বিভাগ হতে পারবে না।

ভাসানচরকে নোয়াখালী থেকে সরানোর পাঁয়তারা করা হচ্ছে। ভাসানচরকে নতুন একটি থানা ঘোষণার মাধ্যমে তিনটি থানা নিয়ে হাতিয়াকে জেলা ঘোষণা করলে চারটি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করা যাবে। জুলাই জাতীয় সনদে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত না হলে।

আগামী ১৭ অক্টোবর ফেনী জেলার মহিপাল, চিটাগাং রোড ও যাত্রাবাড়ী মোড়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে মৎস ভবন প্রদক্ষিণ করে বাংলাদেশ সচিবালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, নোয়াখালী জেলা সমিতির সভাপতি এমএ খান বেলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদ (দুলাল), সিনিয়র সহসভাপতি কেএম মোজাম্মেল হক, সহসভাপতি আইয়ুব আলী, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য তোফায়েল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page