October 27, 2025, 5:28 pm
Headline :

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি: শামসুজ্জামান দুদু

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক :

তথাকথিত ‘সেফ এক্সিট’ ইস্যুতে বিএনপির সঙ্গে কোনো পক্ষই আলোচনা করেনি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিনি অংশ নেন।

দুদু বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে, দেশের মানুষ সেই সরকারকে সমর্থন দিয়েছে। আমরা বিশ্বাস করি, পরবর্তী সরকার সংসদের মাধ্যমে এই সরকারের বৈধতা নিশ্চিত করবে।”

‘সেফ এক্সিট’ প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, “এই বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। যারা এখন ক্ষমতায় রয়েছেন, তাদের বিষয়ে পরবর্তী সরকার অবশ্যই চিন্তা করবে। তবে আইনগত বৈধতা সংসদীয় প্রক্রিয়াতেই আসতে হবে।”

তিনি আরও জানান, “আগামী ১৫ তারিখে ‘জুলাই সনদে’ স্বাক্ষর হবে। ইতোমধ্যে ঐকমত্য কমিশনে এ নিয়ে আলোচনা হয়েছে। সেই স্বাক্ষরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের একটি ভিত্তি তৈরি হবে বলে আমরা আশা করছি।”

গণতান্ত্রিক আন্দোলন চলমান

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “তারেক রহমান গত ১৬-১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শেখ হাসিনার সরকারের পতনের লক্ষ্য নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করি।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ষড়যন্ত্র এখনো চলছে, দেশ-বিদেশে নানা চক্রান্ত সক্রিয় রয়েছে। এই অবস্থায় জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল কালামসহ অন্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page