নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল কবির আহমেদকে ‘ইলিগ্যালি অ্যাবসেন্ট’ বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছে। সেনা সদর থেকে জানানো হয়েছে, তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে কারণে দেশের সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের একটি মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন, মেজর জেনারেল কবির কোনো অনুমতি না নিয়ে ছুটিতে গেছেন, যা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
উল্লেখ্য, মেজর জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি জয়েন্ট ইন্টেরোগেশন সেলে (জেআইসি) বন্দি থাকা ভুক্তভোগীদের ওপর নির্যাতনে জড়িত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় অভিযুক্তরা কোনো অপরাধ করেননি। তবে প্রেষণে অন্য বাহিনীতে দায়িত্ব পালনের সময় কিছু ব্যক্তি অপরাধে জড়িয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আইনি প্রক্রিয়া সম্পর্কে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যুর বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হচ্ছে। আগামী ২২ অক্টোবর ট্রাইব্যুনালে অভিযুক্তদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।