October 27, 2025, 5:28 pm
Headline :

“দেশবাসী বিশ্বাস করে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে” — ব্যারিস্টার আনিসুল ইসলাম

“দেশবাসী বিশ্বাস করে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে” — ব্যারিস্টার আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ অক্টোবর) গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ও সরকারের উপদেষ্টারা বারবার নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও, সাধারণ মানুষের মধ্যে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।”


প্রশাসনের ‘দ্বৈত চরিত্র’ নিয়ে প্রশ্ন ব্যারিস্টার আনিস বলেন, সরকারের তথ্য উপদেষ্টা দাবি করেছেন প্রশাসনের বিভিন্ন পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। “এমন প্রশাসনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব—এটা একজন শিশুও বিশ্বাস করবে না,” মন্তব্য তার। তিনি জানান, যেখানেই তিনি রাজনৈতিক বা সামাজিক আলোচনায় অংশ নেন, সবাই একটাই প্রশ্ন করেন—ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না। “আপনাদের এই প্রশ্নই প্রমাণ করে, আপনারাও সংশয়ে আছেন। সারা দেশজুড়েই এই অনিশ্চয়তা বিরাজ করছে।”
সংবিধান পরিবর্তন নিয়ে সতর্ক বার্তা তিনি সরকারকে সংবিধান পরিবর্তন নিয়ে “গায়ের জোরে কিছু করার চিন্তা না করতে” আহ্বান জানান। “আজ গায়ের জোরে যদি কেউ সংবিধান পরিবর্তন করে, ভবিষ্যতে তার বিচারও হতে পারে,” বলেন তিনি।


সভায় অন্যান্য বক্তা :
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন:
প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান
ভাইস চেয়ারম্যান জামাল রানা
অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী
কেন্দ্রীয় নেতারা আনোয়ার হোসেন তোতা, তাসলিমা আকবর রুনা, জিয়াউর রহমান বিপুল প্রমুখ
যুব সংহতির নেতারা রওশন মাহানামা, স্বপন হাওলাদার, প্রীতি বিশ্বাস, মাহবুবুর রহমান কামাল প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page