October 27, 2025, 2:16 pm
Headline :
তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

হামজাকে নিয়ে কড়া মন্তব্য, মাঠ নিয়েও ক্ষুব্ধ হংকং কোচ

 ক্রীড়া প্রতিবেদক :

এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। মাঠের লড়াইয়ের আগেই আলোচনার কেন্দ্রে হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড। জাতীয় স্টেডিয়ামের মাঠের মান নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করে বসেছেন এই ইংলিশ কোচ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ওয়েস্টউড অভিযোগ করেন, বাংলাদেশ দল নিয়ম লঙ্ঘন করে প্রতিদিন মাঠ ব্যবহার করেছে, যা এএফসির নিয়মবিরুদ্ধ। তার ভাষায়,
“পিচের মান আরও ভালো হতে পারত। ম্যাচের আগে দু-তিন দিন মাঠ ব্যবহার না করার নিয়ম আছে। কিন্তু বাংলাদেশ নিয়ম ভেঙেছে। ফলে মাঠের অবস্থা খারাপ হয়েছে। যদিও এটা নিয়ে আমরা বেশি ভাবছি না, কারণ উভয় দলকেই একই মাঠে খেলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ দল মাঠে অনুশীলনে বেশ সুবিধা পেয়েছে, কারণ তারা নয়দিন ধরে জাতীয় স্টেডিয়াম ব্যবহার করেছে।
“আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটাকেই নিয়ন্ত্রণ করব,”—জানান ওয়েস্টউড। তবে মাঠ নিয়ে বিরক্তি থাকলেও বাংলাদেশের আতিথেয়তায় সন্তুষ্ট হংকং কোচ।
“এখানে এসে ভালো লেগেছে। হোটেল, বিমানবন্দর—সব জায়গাতেই চমৎকার ব্যবহার পেয়েছি। এই অঞ্চলে আমি আগেও কাজ করেছি—বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতায়। বাংলাদেশকে আমরা যথাযথ শ্রদ্ধা জানাই,”—বলেছেন তিনি।

তবে এত প্রশংসার মাঝেও বাদ যায়নি একটি কড়া মন্তব্য—যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে তিনি বলেন,
“হামজা যদি আমার দলে থাকত, তবে বেঞ্চে বসেই সময় কাটাতে হতো তাকে বাংলাদেশ র‍্যাংকিংয়ে হংকংয়ের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে থাকলেও ওয়েস্টউড সেই ব্যবধানকে খুব একটা গুরুত্ব দেন না। আমি র‌্যাংকিং নিয়ে ভাবি না। ফুটবলে র‌্যাংকিং সব কিছু নয়। বাংলাদেশ এখন অনেক বেশি সংগঠিত দল। আমরা লিখটেনস্টেইনের কাছে হেরেছিলাম, যাদের র‍্যাংকিং ২০৩। ফুটবলে আবহাওয়া, দর্শক, স্টেডিয়াম, ভ্রমণ—সবই প্রভাব ফেলে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, এবং সেভাবেই প্রস্তুতি নিই,”—বলেছেন হংকং কোচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page